সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও অবৈধ পোনা মাছ বিক্রির দায়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময প্রায় ২.২৫ কেজি কারেন্ট জাল জব্দ করে ধংস করা হয় এবং প্রায় ৪৪ কেজি পোনামাছ জব্দ করে ২টি এতিমখানায় দেয়া হয়। আজ বুধবার বিকেলে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। আদালত পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া ও থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিক্রি করার কারণে জাহেদ ষ্টোর’কে পাঁচ হাজার টাকা টাকা জরিমানা এবং ২.২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধভাবে দেশীয় প্রজাতির ৯ ইঞ্চির নিচের কালি বাউস, ঘনিয়া, মৃগেল, রুই ইত্যাদি পোনামাছ বিক্রি করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মৎস্যজীবি সুনু মিয়াকে তিন হাজার টাকা, জমসিদ আলীকে তিন হাজার টাকা, সেলিম উদ্দিন এক হাজার টাকা জরিমানা এবং প্রায় ৪৪ কেজি পোনামাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পালের উপস্থিতিতে উপজেলা পরিষদ মাঠে জব্দকৃত কারেন্ট জাল ধংস এবং জব্দকৃত মাছের পোনা এতিমখানায় বিলি করা হয়।
Sharing is caring!