নগরীর মদিনা মার্কেটে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

নগরীর মদিনা মার্কেটে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী খুন

মো. আজমল আলী ::  সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় এক ফল ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত শাহাবুদ্দিন মিয়া (৪০) দক্ষিণ সুরমার কুচাই সুলতানপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। মদীনা মার্কেট বাজারে একটি দোকানে ফলের ব্যবসা করতেন তিনি।

এ ঘটনার পর তার বন্ধু ও রুমমেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

নিহতের দোকানের ম্যানেজার রুবেল জানান- শাহাবুদ্দিন মিয়া মদীনা মার্কেট এলাকায় কামরুল মিয়ার কলোনীর একটি বাসায় ভাড়া থাকতেন। সেখানে তার সাথে থাকেন আম্বরখানা এলাকার আরেক ফল ব্যবসায়ী রহমান মিয়া। বুধবার রাত ১টার দিকে দোকান বন্ধ করে ঐ বাসায় দিনি এবং দোকানের বাকী কর্মচারীরা একসাথে রাতের খাবার খেয়ে বের হন। তখন বাসায় শাহাবুদ্দিন মিয়া ও রহমান মিয়াকে রেখে আসেন তারা।

বৃহস্পতিবার ফজরের নামাজের পর শাহাবুদ্দিন মিয়ার এক সহকর্মী কলোনীতে তাদের ঘরের সামনে দিয়ে যেতে দেখেন দরজা খোলা এবং শাহাবুদ্দিন মিয়ার গলা থেকে আওয়াজ হচ্ছে। আওয়াজ শুনে তিনি ঘরে ঢুকে দেখেন শাহাবুদ্দিন মিয়া মাথা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। তার মাথা পাথরের আঘাতে থেতলে গেছে। আর তার রুমমেট রহমান মিয়া ঘরে নেই। এ অবস্থায় আশপাশের প্রতিবেশীদের নিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। হাসাপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

এদিকে ঘটনার পর থেকে রহমান মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।শাহাবুদ্দিন মিয়ার ভাই সাজ্জাদ মিয়া বলেন- পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।

সিলেট কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন- রহমান মিয়ার খোঁজে পুলিশ তার দোকনে গিয়ে তাকে পায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..