গোয়াইনঘাট উপজেলা আ.লীগ’র বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯

গোয়াইনঘাট উপজেলা আ.লীগ’র বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত

আলী হোসেন,গোয়াইনঘাট :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ গোয়াইনঘাট উপজেলা শাখার একক উপজেলা চেয়ারম্যান বাচাই উপলক্ষ্যে স্থানীয় ইমরান আহমদ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বেলা ২টায় বিশেষ বর্ধিত সভা হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলীরগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল’র পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এড.নিজাম উদ্দিন,প্রচার সম্পাদক এড.মাহফুজুর রহমান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ,জেলা আওয়ামীলীগ’র সিনিয়র সদস্য নুরুল আমিন,এড.বদরুল ইসলাম জাহাঙ্গীর।

এময় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়াম্যান পদপ্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ,ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু,যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোঃ গোলাপ মিয়া ও উপজেলা যুবলীগ’র আহবায়ক ফারুক আহমদ। বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দ তাদের বক্তব্যে একক প্রার্থী বাছাইয়ের জন্য দলীয় নেতা কর্মীদের অনুরোধ জানালে ৬জন ব্যাক্তির নাম উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রস্থাব আসে। তারা হলেন, মোহাম্মদ ইব্রাহিম,ফারুক আহমদ,গোলাম কিবরিয়া হেলাল,লুৎফুর রহমান লেবু,গোলাপ মিয়া ও যুবলীগ নেতা ফারুক আহদের নাম।

এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাপ মিয়া ও লুৎফুর রহমান লেবু উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিমকে সমর্থন করেন। যুবলীগের আহবায়ক ফারুক আহমদ উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালকে সমর্থন করেন।

ফলে মোহাম্মদ ইব্রাহিম,ফারুক আহমদ ও গোলাম কিবরিয়া হেলাল প্রার্থী হিসেবে রয়ে যান।

এসময় জেলা নেতৃবৃন্দ একক প্রার্থী চুড়ান্ত করতে উপস্থিত নেতা কর্মীদের মতামত প্রত্যাশা করেন। উপস্থিত উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাদের ভোটের মাধ্যেমে একক প্রার্থী বাচাই করতে জেলা নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এ নিয়ে উপস্থিত নেতা কর্মী ও সমর্থকরা দলীয় শ্লোগান শুরু করেন। এসময় লুৎফুর রহমান লেবু তার বক্তব্যে সভাপতি মোহাম্মদ ইব্রাহিম একক প্রার্থী না হলে তার প্রার্থীতা রয়েছে বলে জানান এবং দলীয় প্রার্থী বাচাইয়ের জন্য জেলা নেতৃবৃন্দের উপর তৃনমূল নেতা কর্মীর হাত জোড় করে সমর্থন চান। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সাংঘঠনিক সম্পাদক ফারুক আহমদ তৃনমূলের মতামতের ভিত্তিতে একক প্রার্থী চুড়ান্ত করার অনূরোধ জানান। উপস্থিত তৃনমূলের নেতা কর্মীরা তার বক্তব্যকে সমর্থন করেন। উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল তার বক্তব্যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ইতিবৃত্ত তুলে ধরেন এবং প্রার্থী চুড়ান্ত করতে তৃনমূল নেতা কর্মীর সমর্থনের পাশাপাশি জেলা নেতৃবৃন্দের মতামতের প্রতি সমর্থন জানান।

উপস্থিত উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের ভোটের মাধ্যেমে প্রার্থী চুড়ান্ত করতে এক যোগে জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন।

এ দিকে জেলা নেতৃবৃন্দ সভাস্থল থেকে উপস্থিত সবাইকে বের হওয়ার জন্য অনুরোধ করেন। তৃনমূলের নেতাকর্মীরা বাহিরে চলে গেলে প্রার্থী চুড়ান্ত না করে তড়িগড়ি করে বের হয়ে সভাস্থল ত্যাগ করেন জেলা নেতৃবৃন্দ তৃনমূল নেতাকর্মীদের মতামতের প্রতি জেলা নেতৃবৃন্দ গুরুত্ব না দেওয়ায় তাদের মধ্যে হতাশার চাপ দেখা যায়। এসময় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ’র সাংঘঠনিক সম্পাদক ফারুক আহমদ তৃনমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা যায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..