পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক পাচ্ছেন জগন্নাথপুরের সেকেন্ড অফিসার হাবিব

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯

পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক পাচ্ছেন জগন্নাথপুরের সেকেন্ড অফিসার হাবিব

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের চাঞ্চল্যকর প্রবাসীর মর্মান্তিক ও হৃদয়বিদারক হত্যাকান্ডের ঘটনার রহস্য উদঘাটন করে মুলহোতাদের আটক করায়। পুলিশ কর্মকর্তা (এসআই) হাবিবুর রহমান পাচ্ছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমানকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সাহসিকতা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছথেকে পাচ্ছেন।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসঅাই হাবিবুর রহমানকে আগামী সোমবার (৪ ফেব্রুয়ারী) পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সাহসিকতা) এই পদক প্রদান করবেন রাজধানীর রাজারভাগ পুলিশ লাইনে।

জগন্নাথপুর থানার বিচক্ষণ সাহসী সেকেন্ড অফিসার এসঅাই হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম-সাহসিকতা) পদকে ভূষিত হওয়ায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মহলের পক্ষথেকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জগন্নাথপুর থানার বিচক্ষণ সাহসি অফিসার এসঅাই হাবিবুর রহমান জগন্নাথপুর থানায় যোগদানের পরথেকে হত্যা মামলা সহ বিশেষ করে জগন্নাথপুরের যুক্তরাজ্য প্রবাসী অাব্দুল গফুর হত্যার দীর্ঘ ১৮ মাস পর নিখোঁজ জিডির সুত্রধরে রহস্য উদঘাঠন, অাসামি গ্রেফতার ও মাঠি চাপা লন্ডন প্রবাসী অাব্দুল গফুরের লাশ উদ্ধার সহ বিভিন্ন সাহসিকতার কাজ করে এই পদকে ভূষিত হন। অভিনন্দন প্রদানকারীরা জগন্নাথপুর থানার বিচক্ষণ পুলিশ অফিসার হাবিবুর রহমানের অাগামিতে এ ধরনের অারো অান্তরিকতার সাথে জনগনের সেবা করার প্রত্যাশা করে এস অাই হাবিবুর রহমানের অারো সাফল্যে কামনা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..