বিশ্বনাথে রশি টান প্রতিযোগীতায় ‘আলী ভাই’ জুটি চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৯

বিশ্বনাথে রশি টান প্রতিযোগীতায় ‘আলী ভাই’ জুটি চ্যাম্পিয়ন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের সেনারগাঁও গ্রামের মাঠে স্টার বয়েজ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ঐহিত্যবাহী রশি টান প্রতিযোগীতা সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে। ১০টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত রশিটান প্রতিযোগীতায় ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে ‘আলী ভাই জুটি’ চ্যাম্পিয়ন, ‘ভাই-বন্ধু জুটি’ রানার্সআপ ও ‘লঙ্কিপাড়া যুব সংঘ জুটি’ তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। উদ্বোধকের বক্তব্য রাখেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।
বিশ্বনাথ ইউনিয়নের পঞ্চগ্রামের সভাপতি আলহাজ্ব মছব্বির আলীর সভাপতিত্বে ও আয়োজক কমিটির সভাপতি মাহবুব আলম জনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ পুরাণ বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আরশ আলী, প্রবীণ মুরব্বি বাছা মিয়া, মঈনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য মনজুর আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, যুবনেতা মনোয়ার হোসেন মুন্না, গিয়াস উদ্দিন, জাবেদ আহমদ সুমন মিয়া, দিলবর মিয়া, সেলিম আহমদ, সিজিল মিয়া, চৌধুরী আলী আনহার শাহান, ছালিক মিয়া, খোকন সূত্রধর, সোসাইটির সদস্য আবদুল আহাদ, নানু মিয়া, দিপু মিয়া, জগলু মিয়া, হাসান আহমদ, জুমেল মিয়া, নাজিম উদ্দিন, নূর ইসলাম, শামসুল ইসলাম, নাঈম ইসলাম, মুহিব মিয়া, অপু মিয়া, রুবেল মিয়া, তোফায়েল, ইকবাল, শাহিদ মিয়া প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..