সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
রুদ্র বিজয় :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মন্দিরের জুম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকিপূর্ণ গর্ত থেকে অবৈধ ভাবে চলছে পাথর উত্তোলনের মহোৎসব। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী পাথর উত্তোলন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগে প্রকাশ।
জানা যায়, গত (১৭ জানুয়ারি) বৃহস্পতিবার গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল’র নেতৃত্বে জাফলংয়ের মন্দিরের জুম এলাকায় টাস্কফোর্সের অভিযান চালান। ওই অভিযানে মন্দিরের জুম এলাকায় ঝুঁকিপূর্ণ ১৫টি গর্ত থেকে পাথর উত্তোলনের উপরে নিষেধাজ্ঞা জারি করেন এবং মন্দিরের জুম এলাকায় অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ ১৫টি পাথর উত্তোলনের গর্ত বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন এ নিষেধাজ্ঞা অমান্য করে যদি কেউ গর্তগুলো থেকে পাথর উত্তোলনের পায়তারা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু এক শ্রেণীর অসাধু পাথর ব্যবসায়ীরা নির্বাহী কর্মকর্তার নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের জুম এলাকায় বেপরোয়া ভাবে পাথর উত্তোলন করে যাচ্ছে। অসাধু পাথর ব্যবসায়ীরা প্রায় ১০ টি গর্ত দিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে। এই অসাধু পাথর ব্যবসায়ীরা এখন বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ ভাবে পাথর উত্তোলন করছে। স্থানীয় পুলিশের সাথে সম্পর্ক গভির থাকায় কোন অভিযান হওয়ার আগেই তাদের কাছে অভিযানের সংবাদ পৌছে যায়। সাথে সাথে অবৈধ পাথর উত্তোলনকারী এই গর্ত গুলা বন্ধ করে তাদের দলবল নিয়ে পালিয়ে যায়।
বিস্তারিত অনুসন্ধানে বেরিয়ে আসবে পাথর খেকোঁদের আসল বিরল তথ্য—-
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd