নগরীর রিকাবীবাজারে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১ : ফুলকলি ভাংচুর

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯

নগরীর রিকাবীবাজারে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১ : ফুলকলি ভাংচুর

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর রিকাবীবাজারে ছাত্রলীগ-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টায় রিকাবীবাজারের ফুলকলিতে এ ঘটনা ঘটে। ঘটনায় এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা যায়, রিকাবীবাজারের এক ছাত্রদল নেতা ফুলকলিতে বসে কফি খাচ্ছিলেন। এসময় তারা অন্য ছাত্রদল নেতাদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে কথা বলেন। এ কথা শুনেন ফুলকলিতে বসে থাকা আরেক ছাত্রলীগ কর্মী। তিনি এর প্রতিবাদ জানান। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ফুলকলি প্রতিষ্ঠানের প্রচুর জিনিসপত্র ভাংচুর করা হয়েছে বলে জানান ফুলকলি ম্যানেজার। এ ঘটনায় গুরুতর আহত এক ছাত্রদল নেতাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

সংঘর্ষের সময় রিকাবীবাজার এলাকায় থমথমে বিরাজ করে। ব্যবসায়ীরা দোকানপাট লাগিয়ে চলে যান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..