বিতর্কিত নার্স রেখার বদলিতে ওসমানী মেডিকেলের নার্সদের আনন্দ বিরাজ

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

বিতর্কিত নার্স রেখার বদলিতে ওসমানী মেডিকেলের নার্সদের আনন্দ বিরাজ

স্টাফ রিপোর্টার :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিতর্কিত সিনিয়র স্টাফ নার্স রেখা রানী বণিককে অবশেষে বদলি করা হয়েছে। এমন সংবাদ শুনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দিত হয়ে মেডিকেলে ডিউটি পালন করছেন সকল নার্সরা।

সরেজমিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নার্সরা অত্যান্ত আনন্দঘন পরিবেশে ডিউটি পালন করছেন। এমনকি তাদের মধ্যে একটি আলাপ রেখাকে বদলি এখন তারা শান্তিতে ডিউটি পালন করতে পারবেন। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেলে শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক সহ কমিটির সকল সদস্যদের উপর মিথ্যা মামলা করনে রেখা বর্ণিক। কিন্তু মামলা করেও ওসমানী হাসপাতালে থাকতে পারেননি।

ওসমানী হাসপাতালের প্রায় ৩ শ নার্স একজন নার্স রেখার কাছে জিম্মি ছিলেন, বিদায় তারা এত দিন অনেক কষ্টে ডিউটি পালন করছেন। অভিযুক্ত এই নার্সের নাম রেখা রানী বণিকের বিরুদ্ধে ক্রাইম সিলেট পত্রিকায় সংবাদ প্রকাশ হয়ায় বিতর্কিত নার্সকে বদলি করা হয়।

ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স হিসেবে সকল নার্সের দায়িত্ব বন্টন করে দিতেন তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে রয়েছে টাকা ছাড়া নার্সদের বদলির ছাড়পত্র না দেওয়া, নার্সদের কাছ থেকে অযৌক্তিক চাঁদার টাকা তুলে আত্মসাৎ, ঘুষ নিয়ে নার্সদের ডিউটি ফাঁকি দেওয়ানোসহ নানা অভিযোগ।

তার বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিতর্কিত সিনিয়র স্টাফ নার্স রেখা রানী বণিককে বদলি করা হয়। রেখা বণিককে ওসমানী হাসপাতাল থেকে মৌলভীবাবাজারে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে বদলি করা হয়েছে। অফিস আদেশ প্রাপ্তির ৩ কর্মদিবসের মধ্যে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে রেখা বণিককে। অন্যথায় ৪র্থ দিন তিনি সরাসরি অব্যাহতি নিয়েছেন বলে গণ্য করা হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..