নগরীর সুবিদ বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ৩

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

নগরীর সুবিদ বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ : আহত ৩

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর সুবিদ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্তা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২জানুয়ারি) রাত ১১ টার দিকে সিলেট মহানগর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক জুবেল আহমদ ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি যুবলীগ নেতা রিপন গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে রিপন গ্রুপের তিনজন আহত হন তারা হলেন হায়দার, রবিন ও শুভ।

এদের মধ্যে হায়দারের অবস্তা আশঙ্কাজনক তাকে ঢাকায় প্রেরণ করা হয়। বাকি দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার আম্বখানা ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল বাতেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..