দিরাই বিএনপির ৭৩ নেতার জামিন

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

দিরাই বিএনপির ৭৩ নেতার জামিন

দিরাই সংবাদদাতা :: সুনামগঞ্জের দিরাই উপজেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় দায়েরকৃত দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেছেন ৭৩ বিএনপির নেতাকর্মী। গত রবিবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

জানা যায়, ভোটের দিন দিরাই পৌরসভার সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের উপর হামলা, নির্বাচনী কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে বাধা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে দিরাই থানায় ২টি মামলা হয়। ওই দুইটি মামলায় আসামীরা রবিবার হাইকোর্টে জামিন আবেদন করেন। আদালত তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আসামীদের পক্ষে জামিনের শুনানী করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি ব্যারিষ্টার মাহদীন চৌধুরী ও আইনজীবি ইমরান আহমদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..