সিলেট ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে সরকারের প্রতিমন্ত্রী ইমরান আহমদের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে কটুক্তি করায় ছাত্রদলকর্মী সালমান আহমদের বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন।
জানা গেছে, ইমরান আহমদ সিলেট -৪ (গোয়াইনঘাট,কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর) উপজেলা থেকে ৬ষ্ট বারের মতো এমপি নির্বাচিত হয়ে সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় গোয়াইনঘাটের মানুষের মধ্যে অন্যরকম আনন্দ বিরাজ করছে। কিন্তু সেই আনন্দ মাটি করে দিয়েছে ছাত্রদলকর্মী সালমান।
মন্ত্রী হওয়ার পর আজ ১৯ জানুয়ারি গোয়াইনঘাটের মাঠিতে ইমরান আহমদ প্রথম আগমন। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীকে বরন করতে গোয়াইনঘাট উপজেলা সদরকে অন্যরকম সাজানো হয়েছে। দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্টানসহ অর্ধশতাধিক গেইট, তুরন,ব্যনার,ফেস্টুনে শুভা পাচ্ছে ইমরান আহমদকে উদ্দেশ্য করে অভিনন্দন বার্তা।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। বিকাল ৩ টায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।
এরই মধ্যে ছাত্রদলকর্মী সালমান আহমদ প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে কটুক্তি করে। এমনকি মন্ত্রী ইমরান ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাজে মন্তব্য করেন।
এরই জেরে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষীপ্ত হয়ে সালমানকে খোঁজতে শুরু করেন। পরে তাকে না পেয়ে তার বাড়িতে হামলা চালায় এবং পরিবারের লোকজনকে মারধর করেন।
ছাত্রদলকর্মী সালমান আহমদ গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের বাসিন্দা জামাল আহমেদের ছেলে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল সাংবাদিকদের জানান, কটুক্তিকারী ছাত্রদলকর্মী সালমান আহমদকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তাকে পাওয়া যাচ্ছে না সে পলাতক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd