সিলেট ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর মালিবাগে সড়ক দুর্ঘটনায় আনোয়ার খান মেডিকেল কলেজের শিক্ষার্থী আফসানা ইলিয়াস ইতি প্রাণ হারিয়েছেন। শনিবার রাত পৌঁনে আটটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
তার সহপাঠীরা জানিয়েছেন, সন্ধ্যায় ইতি রাজধানীর মালিবাগে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। এসময় স্থানীয়রা তাকে খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে নিয়ে যান। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়–বিএসএমএমইউতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হসপিটালে নেয়া হলে আফসানা ইলিয়াস ইতির মৃত্যু হয়। ইতি আনোয়ার খান মেডিকেল কলেজের ০৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
এর আগে গত ১৩ জানুয়ারি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ৯ম ব্যাচের শিক্ষার্থী ডা. সাদমান মুস্তফা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন)। তিনি মরহুম ডা. গোলাম মোস্তফার একমাত্র ছেলে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার সদরে। এছাড়া, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডা. মঞ্জুর আলম (৪২) নামে এক চিকিৎসক গত ১০ জানুয়ারি নিহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চলতি মাসে গত দশদিনে সড়ক দুর্ঘটনায় তিনজন চিকিৎসকের প্রাণহানির ঘটনা ঘটেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd