বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন বিশ্বনাথ সদর ইউনিয়নের পশ্চিম মন্ডলকাপন গ্রামের মৃত: আরিজ উল্লাহ ছেলে তৈয়বুল হাসান (৪৫), দশঘর ইউনিয়নের দশঘল গ্রামের আফরোজ আলীর ছেলে দিলোয়ার হোসেন (৩২)।
রবিবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে থানার এসআই পিন্টু সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপি বলেন, ইয়াবাসহ গ্রেফতার হওয়া দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আজ সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!