সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশঁতলা সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত নুরু মিয়া (৩৫)নামের এক বাংলাদেশীর মরেদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার (১৩জানুয়ারী)বিকালে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী বিজিবির উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেওয়া হয়। বাশঁতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা লাশটি দোয়ারাবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
নিহত নুরু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাশতলা ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মোঃ দেলোয়ার হোসেন,দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চেলা ক্যাম্পের কম্পানি কমান্ডার এসি শ্রী বিপুর সাইকা,মোশারাম থানার এমটিসি সাংমা।
উল্লেখ্য,গত ৭জানুয়ারী সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজারের বাশতলা সীমান্তের ১২৩১সীমান্ত পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে নুরু মিয়া ঘটনাস্থলেই নিহত হয়েছিল। অপর একজন গুরুত্বর আহত হয়। পরে খাসিয়ারা বাংলাদেশী এই লাশটি ভারতীয় বি এস এফর নিকট হস্তান্তর করেন। দীর্ঘ ৭দিন পর ভারতীয় বাহিনী এই লাশটি বাংলাদেশী সীমান্তবাহিনী বিজিবির নিকট হস্তান্তর করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd