গোয়াইনঘাটে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান জমিয়ত নেতা কয়েছ

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

গোয়াইনঘাটে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান জমিয়ত নেতা কয়েছ

সিলেট :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনয়ন নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

তিনি জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক দায়িত্ব পালন করছেন। সাবেক এই ছাত্রনেতা সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক, যুব জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি ছিলেন।

তাছাড়াও গোয়াইনঘাটের একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত। বর্তমানে গোয়াইনঘাট উন্নয়ন সংগ্রাম পরিষদের সেক্রেটারী, উপজেলার সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার ফুযালা পরিষদের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করে আছেন।

তিনি গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের দীর্ঘ ২২ বছরের সাবেক সফল চেয়ারম্যান ও সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সামাদ কুটি মিয়ার ছেলে। তরুণ এই আলেম জানান, দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি বলেন, দীর্ঘদিন থেকে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামীতেও মানুষের সেবা করতে সবার সহযোগীতা ও সমর্থন প্রত্যাশা করি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..