সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ড মার্কিন কন্যা ওয়ালিস সিম্পসনের প্রেমে পড়ে সিংহাসন ত্যাগ করেন। ১৯৩৭ সালের সেই ঘটনার ৮০ বছর পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করলেন মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ। গত বছর ২২ নভেম্বর মস্কোতে রুশ সুন্দরী ওকসানা ভোয়েভোদিনাকে ভালোবেসে বিয়ে করেন তিনি। আর এ ঘটনা জনসম্মুখে আসার পরিপ্রেক্ষিতে তিনি রাজসিংহাসনও ত্যাগ করেছেন ইতিমধ্যে সাংবিধানিক রাজতান্ত্রিক দেশ হিসেবে মালয়েশিয়ায় প্রাচীন ঐতিহ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে রাজা থাকেন। বর্তমান রাজার নাম পঞ্চম সুলতান মুহাম্মদ। ২০১০ সালের ১৩ সেপ্টেম্বর, বর্তমান রাজার পিতা সুলতান ইসমাইল পেত্রার অসুস্থতাজনিত কারণে তার পরিবর্তে মুহাম্মদ পঞ্চম কেলানটানের সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে ২০১৬ সালের ১৩ ডিসেম্বর তিনি মালয়েশিয়ার রাজা হিসেবে অধিষ্ঠিত হন। তিনি কেলানটানের ইসতানা বাতুতে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম টেংকু মুহাম্মদ ফারিস পেত্রা। তিনি কুয়ালালামপুরের এলিস স্মিথ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনীর পর মার্কিন যুক্তরাজ্যের সেন্ট ক্রস কলেজ অক্সফোর্ডে পড়াশোনা করেন। ১৯৯১ সালে এখানকার ইসলাম শিক্ষা সেন্টার থেকে কূটনীতি নিয়ে স্নাতক সম্পন্ন করেন তিনি। এ ছাড়াও জানা যায়, বিভিন্ন সময় তিনি লন্ডন, কানাডা, জার্মানির বার্লিনসহ ইউরোপীয়ান বিজনেস স্কুলেও শিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে ৪৯ বছর বয়সী মুহাম্মদ মালয়েশিয়ার ১৫তম রাজা হন ৪৭ বছর বয়সে। এ হিসেবে তিনি মালয়েশিয়ার সর্বকনিষ্ঠ রাজা। এর আগে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের মালায় শাসকদের ২৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দেশটির সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাধর রাষ্ট্রীয় পদ রাজা নির্বাচিত হন পঞ্চম মুহাম্মদ। ১৯৫৭ সালে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা লাভের পর মালায় শাসকদের মধ্য থেকে মনোনীত একজন দেশের রাজার দায়িত্ব পালন করে আসছেন। সংসদীয় গণতন্ত্রের দেশ মালয়েশিয়ার কুয়ালালামপুর, পুত্রজায়া, লাবুয়ান এ তিনটি ফেডারেল টেরিটোরি ছাড়া দেশটির তেরোটি প্রদেশের মধ্যে নয়টি মালায় শাসক দ্বারা পরিচালিত। এর প্রতিটি রাজ্যে নির্বাচিত আলাদা সরকার থাকলেও রাজ্যের সর্বোচ্চ সম্মানিত ও ক্ষমতাবান ব্যক্তি হলেন ‘সুলতান’। সম্প্রতি মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ নিজের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd