সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে দুই সপ্তাহ ধরে দিলারা বেগম (২৩) নামের এক যুবতি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ হওয়া যুবতি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের পংকি মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সকাল ১১ টার দিকে দিলারা নিজবাড়ী থেকে সুতা কিনতে ঢাকাদক্ষিণ বাজারে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। দিলারার আত্মীয়-স্বজন অনেক স্থানে যোগাযোগ করে তার সন্ধান আর পাননি। খোঁজ না পেয়ে গত ২৮ডিসেম্বর দিলারার পিতা পংকি মিয়া গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন (জিডি নং ১৮৪২)। দিলারা এইচ এস সি পাশ করে তার বাড়িতেই সেলাইয়ের কাজ করছে বলে জানা যায়।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার নাথ জিডির বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন “পুলিশ এ বিষয়ে তদন্ত করছে”।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd