সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : পানির অপর নাম জীবন। জীবন রক্ষাকারী এই উপাদান গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে সিসিক। সিসিকের এ জীবন সরবরাহের জন্য গ্রাহকদের কাছ থেকে মাসে মাসে নামমাত্র বিল আদায় করে। গ্রাহকরা পানির এ বিল পরিশোধ ২০০ টাকা। কিন্ত বছরের পর বছরর সেবা গ্রহণ করলে গ্রাহকদের উদাসীনতা বিল প্রদানে। আর তাই বছরের পর বছর জমে থাকা এই সব বকেয়া বিল উদ্ধারে মাঠে নেমেছেন মেয়র আরিফ।
২৩ বছর আগে পানির সংযোগ নিয়েছিলেন সবুজ বিপনী মার্কেট কর্তৃপক্ষ। ২৩ বছর থেকে সিসিক’র এ জীবন (পানি) নিয়ে বেচে আছেন মার্কেটের শত শত মানুষ। এ পানি দিয়ে দৈনন্দিন কাজও সারছেন তারা। কিন্তু সিসিককে ১ মাসেরও টাকা পরিশোধ করেননি। মার্কেটের অপরিশোধিত বকেয়া বিল প্রায় ৩ লাখ টাকা।
বৃহস্পতিবার সকালে ১১ অভিযানে নামেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি নগরীর বিভিন্ন মার্কেটে ব্যবসার ট্রেড লাইসেন্স, বিল বোর্ড, হোল্ডিং ট্যাক্স, পানির বিল বাবত বকেয়া আদায় করেন।
সিলেট নগরীর সবুজ বিপনী মার্কেটের পানির অপরিশোধিত বিলের হিসেব দেখে মেয়র আরিফের মাথায় হাত। সংযোগের পর থেকে সবুজ বিপনী মার্কেট ২৩ বছর পানির বিল দেয়নি। মার্কেটের বকেয়া পানির বিলের পরিমান প্রায় ৩ লাখ টাকা।
অভিযানকালে মেয়র আরিফ বলেন, বিল না দেওয়া ও বিল আদায় না করা আমাদের অভ্যাসে পরিনত হয়ে গেছে। এ অভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। সিলেট সিটি করপোরেশন বা অন্য কোনো প্রতিষ্টান থেকে সেবা নিলে সে বেসার বিল সময়মত পরিশোধ করতে হবে।
তিনি বলেন, সবুজ বিপনী মার্কেট কর্তৃপক্ষ আজ পানির বিল পরিশোধ না করলে তাদের পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
সিসিক সুত্রে জানা গেছে, সিলেট নগরে গ্রাহকদের কাছে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবত বকেয়া বিলের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। বার বার নোটিশ প্রদান সত্বেও বিল পরিশোধ না করায় বকেয়া আদায়ে পুরোদস্তর মাঠে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। বকেয়া বিল আদায়ে গঠন করা হয়েছে সিসিকের তিনটি টিম।
সিটি কর্পোরেশনের মূল আয়ের খাত হোল্ডিং ট্যাক্স খাতে বকেয়ার পরিমাণ প্রায় ৬৭কোটি টাকা, পানির বিলের বকেয়ার পরিমাণ ১২ কোটি টাকা, ট্রেড লাইসেন্স বাবত বকেয়ার পরিমাণ ২০ কোটি টাকা এবং বিল বোর্ড বাবত বকেয়ার পরিমাণ ১ কোটি টাকা। সিসিকের আয়ের এই চারটি মূল খাতেই বকেয়ার পরিমাণ ১০০কোটি তাকা হওয়ায় বকেয়া আদায়ে কঠোর হচ্ছে সিসিক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd