সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : আগামী ১২ জানুয়ারি নতুন বছরে প্রথম কাজটি করতে সেটে যাবেন শাকিব খান। ছবির নাম ‘বীর’। যেটা ৫০তম চলচ্চিত্র হিসেবে পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।
গত বছরের শেষ সপ্তাহে জানানো হয়েছিল চমক আকারে জানানো হবে নায়িকার নাম। অনেকেই ধরে নিয়েছিল হয়তো বাইরের কোনও নায়িকা আসছেন এতে। তবে তা হলো না। শাকিব আস্থা রাখছেন বুবলীর ওপরই। সঙ্গে অপর নায়িকা হিসেবে থাকছেন নবাগত তামান্না ইসরাত সোহানী।
‘বীর’ ছবিতে অভিনয় করছেন তারা। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবাল।
মোহাম্মদ ইকবাল বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। বললেন, ‘আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি। আস্তে এগুলো আসবে। নতুন নায়িকা সোহনী এর আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। বড় পরিসরে এবারই আসছেন। আগামী ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এরপর ১৭ তারিখে আমরা রাঙ্গামাটি যাবো।’
এ ছবিতে শাকিবকে গায়ক হিসেবেও পাওয়া যাবে। পুঁথি পাঠের আদলে গাইবেন তিনি। ‘বীর’ শাকিব-বুবলীর নবম ছবি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd