নির্বাচনী সহিংসতায় আহতদের চিকিৎসা দিচ্ছে ৬০ সদস্যের সিওমেক মেডিকেল টিম

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

নির্বাচনী সহিংসতায় আহতদের চিকিৎসা দিচ্ছে ৬০ সদস্যের সিওমেক মেডিকেল টিম

স্টাফ রিপোর্টার :: সিলেটে নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত প্রায় ২ শতাধিকের চেয়ে বেশি লোক আহত হয়ে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ে সময়ে বাড়ছে আহতদের দীর্ঘ লাইন। গত রোববার থেকে মঙ্গলবার জেলাসহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় তারা আহত হন।

তাদের মধ্যে গুরুতর আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হচ্ছে। সুনামগঞ্জের ছাতক উপজেলার গুলিবিদ্ধ হয়ে গুরুত আহত হয়েছেন চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, বালাগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা ও তার ছোট ভাই মহি উদ্দিন এবং পোলিং এজেন্ট তার চাচা বোরহান উদ্দিন।

আরো আহতরা হলেন, ছাতকের তাহিদুর রহমান, মনাই বেগম, গোয়াইঘাটের আজমত মিয়া, আব্দুর নুরু, আব্দুর রহিম, মছব্বির, গোবিদগঞ্জের হাজি জমসের আলী, শহরতলীর সোনাতলায় আহত হয়েছেন আব্দুস সালাম, সায়েস্তা মিয়া, হাটখোলার জুনেদ আহমদ, ইসলামপুরের আবুল হান্নান, নবিগঞ্জের শাহ জুয়েল আহমদের গুরুতর আহত।

গত রোববার নির্বাচনের দিন রোটিন ডিউটিরত কর্মকর্তা কর্মচারী ছাড়াও মঙ্গলবার পর্যন্ত ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.এ কে মাহবুবুল হক এর নেতৃত্বে ৬০ সদস্য বিশিষ্ট বিশেষ মেডিকেল টিম ননস্টপ আহত রোগিদের সেবার জন্য প্রস্তত রয়েছে । এজন্য ডেপুটি ও সহকারী পরিচালক সহ সকল ডাক্তার, নার্সিং কর্মকর্তা ও অন্যান্য সকল কর্মচারীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান পরিচালক ডা.এ কে মাহবুবুল হক।

মাহবুবুল হক বলেন, সিলেটে নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের জন্য তিনি জরুরি ভিত্তিতে ৬০ সদস্য বিশিষ্ট বিশেষ মেডিকেল টিম গঠন করেন। বৃহত্তর সিলেটের বিভিন্ন নির্বাচনী কেন্দ্র থেকে রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ২ শতাধিকের চেয়ে বেশি লোক ওসমানী হাসপাতালে। আতদের মধ্যে পুলিশ সদস্যরা রয়েছেন।রোববার আগত সর্বমোট ১৪৩ জন আহত রোগীকে দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হয়েছে। এমনকি পরিচালক তিনি নিজে উপস্থিত ছিলেন এবং এই মেডিকেল টিমের নেতেৃত্ব দেন।

উল্লেখ্য: সিলেট নগরীরর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকালে দুই দফা বোমা বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.এ কে মাহবুবুল হক এর নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা হয়।

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রকাশ্য অনুষ্ঠানে ছুরি নিয়ে হামলা হয় অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর। পরে অধ্যাপক জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.এ কে মাহবুবুল হক এর নেতৃত্বে মেডিকেল টিম গঠন করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..