সুনামগঞ্জ-৩ আসনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি,বিপুল ভোটে মান্নানের জয়লাভ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৮

সুনামগঞ্জ-৩ আসনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি,বিপুল ভোটে মান্নানের জয়লাভ

Manual2 Ad Code

আজিজুর রহমান :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় সারা দেশে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী ছাড়াও একজন আনসার সদস্য রয়েছেন।

কুমিল্লায়, চট্টগ্রাম, রাজশাহী, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, দিনাজপুর, নোয়াখালী, নাটোর, নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর ও কক্সবাজারে এসব নিহতের ঘটনা ঘটে।

তবে সুনামগঞ্জ জেলার ৫টি আসনের বিভিন্ন কেন্দ্রে তেমন একটা নির্বাচনী সহিংসতা ঘটেনি। গতকাল কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে।

Manual1 Ad Code

তবে এদের মধ্যে একেবারেই কোনোরকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সুনামগঞ্জ-৩ আসনে।

আসনটি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ নিয়ে গঠিত। এই আসনে নির্বাচন কেন্দ্র করে ছিল না কোনো উত্তেজনা।

প্রার্থীরাও কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করেননি।

ভোটের সর্বশেষ ফলে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বিপুল ভোটে জয়লাভ করেছেন।

Manual8 Ad Code

এ আসনের সবকটি কেন্দ্রের ফলে এমএ মান্নান নৌকা প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫২৫টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নেতা শাহীনুর পাশা চৌধুরী পেয়েছেন ৫১ হাজার ২৫২টি।

এ ফল ও ভোটের পরিবেশ নিয়ে কোনো অসন্তোষও প্রকাশ করেননি পরাজিত প্রার্থী শাহীনুর পাশা চৌধুরী।

Manual7 Ad Code

জানা গেছে, রোববার দিনভর এই আসনের বেশিরভাগ কেন্দ্রেই ভোটগ্রহণের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। কোনো কেন্দ্রে কোনোরকম উত্তেজনা ছিল না।

এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ভোটের দিন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে এই আসন থেকে জয়ী হন এমএ মান্নান।

২০১৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বার সাংসদ হন। এর পর থেকে তিনি সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..