সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে জলিল চৌধুরী ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার ফুলবাড়ি হান্দিরপার প্রতিষ্টান প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জলিল চৌধুরী ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চের ম্যানেজিং কমিটির সহ সভাপতি মহিউস সুন্নাহ নার্জিস চৌধুরী।
সিলেট জালাবাদ গ্যাসের চিফ ইঞ্জিনিয়ার ফয়জুল আক্তার চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নর্থ ইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেইলি অবজারভার পত্রিকার ডাইরেক্টর ডক্টর জমসেদ সানিয়াত আহমদ চৌধুরী, বিশিষ্ট লেখিকা তাহেরা চৌধুরী। বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, সমাজসেবী আব্দুর রশিদ রসই, মাওলানা সাদিকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি ম্যানেজার এ এস এম খায়রুল আক্তার চৌধুরী, সিলেট মদনমোহন কলেজের প্রফেসর আকবর হুসাইন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, বিশিষ্ট শিক্ষানুরাগী হেলাল আহমদ, আওয়ামীলীগ নেতা আসিদুর রহমান, অবসর প্রাপ্ত সেনা বাহিনীর সদস্য মফিক আহমদ, সাংবাদিক মহিউদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ফুলবাড়ি ইউনিয়নে বিশিষ্ট শিক্ষানুরাগী জলিল চৌধুরীর এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। একটি সুখি সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষাই হচ্ছে ম‚ল চালিকাশক্তি। যে কোন জাতি গঠনে শিক্ষাই হচ্ছে সফলতার ম‚ল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোন জাতি কোন কালেই বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারেনি। শিক্ষা ক্ষেত্রে যে জাতি যতো বড় শিক্ষিত, সে জাতিই বিশ্বের সবচে’ সন্মানী ও সুখি। তিনি গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষার আলো ছড়াতে জলিল চৌধুরী ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ নামে শিক্ষাপ্রতিষ্ঠানটি বিশেষ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd