সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের জৈন্তাপুর থেকে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ সুমন আহমদ মাছুম (১৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকৃকত ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
রোববার (২৫ নভেম্বর) রাত ১০ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে জৈন্তা ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
আটক মাছুম জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।
র্যাব জানায়, অভিযানকালে আটক সুমনের দুই সহযোগী পালিয়ে যায়। পলাতক দু’জন হলো- জকিগঞ্জ উপজেলার উত্তর মাদারখাল এলাকার মৃত মদ্রিছ আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) ও শেখপাড়া লোহারমোড় এলাকার মোসাইদ আলীর ছেলে কামরুল ইসলাম (২৯)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বলেন- আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তারা সংঙ্ঘবদ্ধভাবে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যাক্তিকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া পলাতক দুজনকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd