সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধার নাম বিরুজা সরকার। সে নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার টাকুয়া গ্রামের হরিচরণ সরকারের স্ত্রী। মঙ্গলবার সকালে জাফলংয়ের মামার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত বিরুজা সরকার পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে জাফলংয়ের লাখেরপাড় এলাকায় বসবাস করে আসছেন। গতকাল সকালে বিরুজা সরকার তার মেয়ের বাসা থেকে নিজের বাসায় যাওয়ার পথে মামার বাজার সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই উসমান গণি ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহের প্রাথমিক সূরতহাল প্রতিবেদন তৈরি করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd