সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর চৌহাট্টা থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সদস্যরা। শনিবার (১৭ নভেম্বর) নগরীর চৌহাট্টাস্থ সরকারি মহিলা কলেজের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানান, র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।
তিনি জানান, আটককৃত ৩জন নগরীর সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনেক নিরীহ মানুষের নিকট থেকে মূল্যবান জিনিস ছিনতাইয়ের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলাধীন বেইন্নাবাজার গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে রোমান (২৬), বি-বাড়িয়ার আশুগঞ্জ থানার দূর্গাপুর গ্রামের মৃত আছমত আলীর ছেলে মো. কিরণ মিয়া (২০) ও সিলেট শহরতলীর কুশিঘাট এলাকার রঘু মিয়ার ছেলে রাজু মিয়া (২০)।
আটক ও জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd