টাংগুয়ার হাওরে অভিযানে দু লক্ষাধিক টাকার জাল জব্ধ

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৮

টাংগুয়ার হাওরে অভিযানে দু লক্ষাধিক টাকার জাল জব্ধ

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রামসার সাইট খ্যাত মাছের অভয়ারণ্য টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে ৩টি বড় কোনা জাল,কারেন্ট জাল,সুতা জাল,২টি নৌকা আটক করেন। আটককৃত জাল ও নৌকার মূল্য ২লক্ষাধিক টাকা বেশী। জানাযায়,বুধবার(১৪,১১,১৮) সকাল থেকে বিকাল পর্যন্ত টাংগুয়ার হাওরের মন্দিয়াতা গ্রাম সংলগ্ন পাটলাই নদীসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে এসব আটক করেন টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউকিটিভ ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পালের নেতৃত্বে টাংগুয়ার হাওর দায়িত্বে থাকা আনসার ও পুলিশ বাহিনীর সহযোগীতায়। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধংবস করা হয়। স্থানীয় একাধিক সূত্রে জানাযায়,বুধবার,(১৪ই,নভেম্বর)গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওর এলাকার মন্দিয়াতা গ্রাম সংলগ্ন পাটলাই নদী সহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে অভিযানে ৩টি কোণাজাল ও ২টি হাত চালিত নৌকা জব্দ করেন যার মূল্য ২লক্ষাধিক টাকার বেশী। এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ রয়েছে,টাংগুয়ার হাওর দায়িত্বে থাকা কিছু আসনার ও টাংগুয়ার হাওর একটি সমবায় সমিতির কিছু সংখ্যক স্বার্থনেশী লোক টাকা বিনিয়ময়ে স্থানীয় জেলেদের মাছ ধরার সুযোগ করে দেয়।

Manual1 Ad Code

আরো জানাযায়,সপ্তাহব্যাপী অভিযানে ৬টি কোণাজাল,লক্ষাধিক মিটার কারেন্ট জাল,সুতারজালসহ একাধিক ইঞ্জিল চালিত নৌকা ও হস্তচালিত নৌকা জব্দ করেন। টাংগুয়ার হাওর দায়িত্বরত এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল জানান,টাংগুয়ার হাওরে অবৈধ ভাবে মাছ ধরার সাথে জরিতরা কোন ছাড় পাবে না কেউ। হাওরে অবৈধ মাছ ধরা বন্ধ করার জন্য কঠোর হাতে ধমন করা হবে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..