সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা এলাকায় মাদক মামলার আসামীকে গ্রেফতার করতে গেলে পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে আসামীর মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, নিহত মো. আব্দুল্লাহ (৩৩) শাহপরাণ থানার মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। সে গোয়াইনঘাট থানার উত্তর নওয়াগ্রামের মৃত মাওলানা ইয়াকুব আলীর ছেলে। বর্তমানে সিলেটের শাহপরাণ থানার মেজরটিলা ফাল্গুনি এলাকার ৩৮নং মারুফ ভিলায় বসবাস করত।
নিহতের বড় ভাই তাজুল ইসলাম জানান, বুধবার ভোর রাত ৪টার দিকে মো. আব্দুল্লাহকে গ্রেফতার করতে শাহপরাণ থানার এস আই রাজিব কুমারের নেতৃত্বে পুলিশ তাদের বাড়ীতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল্লাহ পালিয়ে পাশের বাড়ির ছাদে আশ্রয় নেয়ার চেষ্টাকালে নিচে পড়ে গুরুতর আহত হয়। আব্দুল্লাহকে আহত হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা ও তার আত্মীয়স্বজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বুধবার ভোর রাত ৫টার দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল্লার বাড়ীতে অভিযান চালানো হয়। তখন আব্দুল্লাহ গ্রেফতার এড়াতে পালিয়ে যাওয়ার সময় ছাদ থেকে পড়ে গিয়ে আহতহন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়া হয়।সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় কারো কোন অবহেলা থাকলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd