সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খানের পক্ষে সিলেট-৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।
শনিবার (আজ) দুপুরে ধানমন্ডির কার্যালয় থেকে নাসির খানের জন্য মনোনয়ন সংগ্রহ করেন বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও সিলেটের বেশক’জন সাবেক ছাত্রনেতা।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে এডভোকেট নাসির খান বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতি করেছী, বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি করছি। যেহেতু রাজনীতির সফল প্রাপ্তি নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া। সেজন্য রাজনৈতিক শুভাকাঙ্ক্ষিরা সিলেট-৬ আসনে আমার জন্য মনোনয়ন কিনেছেন। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের সিদ্ধান্তমতে আমি কেবলমাত্র দলীয় প্রতিদ্বন্দ্বিতায় শরিক হলাম। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা তুলে দিলে নেতাকর্মীকে নিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হবো।’
‘আর যদি দলীয় সভানেত্রী আমার চেয়ে যোগ্য কোন প্রার্থীর হাতে নৌকা তুলে দেন তাহলে আমি নৌকার পক্ষে কাজ করবো এবং বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো- ইনশা আল্লাহ।’
এডভোকেট নাসির খান দু’উপজেলার আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীসহ ভোটারদের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd