সিলেটে ক্ষমতার দাপট দেখালেন বাউল শিল্পী কবিতা রাণী

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

সিলেটে ক্ষমতার দাপট দেখালেন বাউল শিল্পী কবিতা রাণী

Manual7 Ad Code

আনোয়ার আহমদ :: সিলেটের বাউল শিল্পী কবিতা রাণী ও তার মেয়ে শতাব্দী রাণীকে গানের আসরে গান পরিবেশনের সোজোগ না দেওয়ায় ক্ষমতার দাপট দেখালেন তারা। গত (৯ নভেম্বর) জমির শাহ রাঃ.মাজারে বাৎসরিক ওরুস উপলক্ষে গানের আয়োজন করেন বাউল বক্তরা। সেই গানের কাফেলায় যান কবিতা রাণী ও তার মেয়ে কিন্তু কাফেলার কর্তৃপক্ষ গানের কোন সোজোগ তাদের দেননি। তারা গানের সোজোগ না পেয়ে কিপ্ত হয়ে ছেলেদের ভাড়া করে ওই কাফেলার শিল্পী শিপলু দেওয়ানকে মারধর করান।

Manual1 Ad Code

এব্যপারে সকল মাজার সেবক কমিটির সভাপতি সাবাজ আলী জানান, কবিতা রাণী ওই কাফেলায় আসছে গান পরিবেশন করার জন্য। কিন্তু ওই কাফেলা দর্শকদের বিনোদন দেয়ার জন্য সিলেটের বাহিরে থেকে বাউল শিল্পীদের আনা হয়েছে তারা গান গেয়ে দর্শকের মন জয় করবে। যার করানে কবিতা ও তার মেয়েকে কোন গানের সোজোগ দেওয়া হচ্ছেনা। বিদায় তারা মা মেয়ে মিলে ছেলেদের ভাড়া করে ওই কাফেলায় হামলা চালায় এবং ভাংচুর করে। তাদের এমন আচরণে বিত্তিতে আনোয়ার শাহ্ মাইজভাণ্ডারী বলেন কবিতা ও তার মেয়েকে যেন সিলেটের কোন স্থানে গানের সোজোগ দেওয়া না হয়। তারা সন্ত্রাস নিয়ে চলা ফেরা করে। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন তিনি।

Manual6 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..