নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন সাংবাদিক তুহিন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮

নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন সাংবাদিক তুহিন

Manual6 Ad Code

সিলেট :: একদল মুখোশধারী যুবক বাসায় এসে গালিগালাজ করে হুমকি দেওয়ায় নিরাপত্তা চেয়ে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র রিপোর্টার ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি তুহিনুল হক তুহিন।

Manual6 Ad Code

গতকাল শনিবার দুপুরে তিনি সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় জিডি নম্বর-৩৭৭ দায়ের করেন। জিডি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ নভেম্বর) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে শাহপরাণ থানাধীন নগরের সাদার পাড়া এলাকায় তার বাসার সামনে ৪/৫টি মোটরসাইকেল যোগে হেলমেট ও মুখোশ পরিহিত অজ্ঞাত ১০-১২ জন যুবক আসে। এসময় যুবকরা প্রায় ১০ মিনিট তার বাসার দরজার সামনে অবস্থান করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাসা থেকে তাকে এ বিষয়টি অবহিত করা হলে তিনি সঙ্গে সঙ্গে শাহপরাণ থানা পুলিশসহ এলাকাবাসীকে অবহিত করেন। এসময় এলাকার লোকজন খবর পেয়ে বাসার দিকে এগিয়ে গেলে মোটরসাইকেলধারী যুবকরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, সাংবাদিক তুহিনের ফোন পেয়ে এলাকার যুবকদেরকে নিয়ে তার বাসার দিকে যাওয়ার পথে ৪/৫টি মোটরসাইকেল যোগে ১০-১২ জন হেলমেট ও মুখোশ পরিহিত লোক মোটরসাইকেল নিয়ে দ্রæত বেরিয়ে যায়। সবার মাথায় হেলমেট এবং মুখোশ ছিল। পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে গøাভস ছিল। খবর পেয়ে শাহপরাণ থানার এএসআই সন্তোষ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন জানান, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। পুলিশ খবর পেয়ে ঘটনার পর পর তার বাসা পরিদর্শন করেছে।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..