সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। সিলেট ৪ আসনে নির্বাচন করতে নৌকার মনোনয়ন ফরম কিনলেন বর্তমান সাংসদসহ ৪জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের জন্য সংসদীয় আসন ২৩২ সিলেট ৪ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন এমপি ইমরান আহমদসহ আওয়ামীলীগের ৪ নেতা।
আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুক্রবার ১২টার দিকে ওই ৪জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এমপি ইমরান আহমদের পাশাপাশি মনোনয়ন ফরম সংগ্রহ করেন যুক্তরাষ্ট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক। আওয়ামীলীগের দলীয় সূত্রে এ তথ্য জানাযায়।
এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd