কমলগঞ্জে শারীরিক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

কমলগঞ্জে শারীরিক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক নারী (২৭) ধর্ষণের শিকার হয়ে এখন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় মধ্যভাগ কবরস্থান সংলগ্ন একটি ঝুঁপড়ি ঘরে এ ঘটনাটি ঘটে।

ধর্ষিতা নারী এক অসহায় কৃষকের (ইমাম বক্সের-৭৫) মেয়ে। ধর্ষিতার পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায় ধর্ষণকারী আদমপুর ইউনিয়নের সাবেক সদস্য সিদ্দেক আলীর ভাই নওয়াব আলী (৫০)। সে এলাকায় নিয়মিত নানা অসামাজিক কাজ করে থাকে। তার দ্বারা এ এলাকায় অনেক গৃহবধূ সম্ভ্রম হারিয়েছেন।

Manual3 Ad Code

ধর্ষিতার ভাই হাবিব বক্স সোমবার সন্ধ্যায় জানান, মধ্যভাগ কবরস্থানের পাশে নওয়াব আলীর কিছু ক্ষেতি জমি রয়েছে। সেখানে সে একটি ছোট ঝুঁপড়ি করে থাকে। সোমবার দুপুরে তার প্রতিবন্ধী বোনকে একা পেয়ে এই ঝুঁপড়ি ঘরে নিয়ে ধর্ষণ করে নওয়াব আলী। ঘটনার পর ধর্ষণকারী এলাকা ত্যাগ করলে ধর্ষিতাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাবিব বক্স অভিযোগ করে আরও বলেন, ধর্ষণকারী প্রভাবশালী বলে ভয়ে তার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করে না। সে এই এলাকায় এ ধরণের অনেক ঘটনাও ঘটিয়েছে।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস বলেন, এ ধরনের ঘটনা তারা শুনেননি। তারা শুনেছেন টমেটো খেত নিয়ে দুই পক্ষের ঝগড়া হয়েছে। তিনি আরও বলেন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে অভিযুক্ত নওয়াব আলী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এক খন্ড জমি ক্রয় নিয়ে গ্রামের একটি পক্ষের সাথে তার বিরোধ চলছে। এ বিরোধে তাকে ধর্ষণকারী বানিয়ে এই নারীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে হেলাল ও কামাল নামের দুই ব্যক্তি। তিনি প্রয়োজনে পরবর্তীতে তাদের নামে মানহানির মামলা করারও কথা জানান।

আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেনও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি জগন্য কাজ। নারীটি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী বলে ইউনিয়নের প্রতিবন্ধি ভাতাভুক্ত। তিনিও এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Manual3 Ad Code

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পলাশ রায় বলেন, নির্যাতনের শিকার হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে এক প্রতিবন্ধী নারী সোমবার দুপুরে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকার সত্যতা নিশ্চিত করেন।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..