ওসমানী হাসপাতাল চিকিৎসা সেবায় উজ্জল দৃষ্টান্ত : পরিচালক মাহবুবুল হক

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

ওসমানী হাসপাতাল চিকিৎসা সেবায় উজ্জল দৃষ্টান্ত : পরিচালক মাহবুবুল হক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালটি বিভাগের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় এর উদ্বোধন করেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

Manual5 Ad Code

এসময় তিনি বলেন, সারাদেশে চিকিৎসা সেবার উন্নয়ন হয়েছে। চিকিৎসা খাতে সরকার ব্যয় বাড়িয়ে দিয়েছে। সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতাল চিকিৎসা সেবায় উজ্জল দৃষ্টান্ত রেখে যাবে। চিকিৎসার সেবার আরও উন্নয়ন ঘটাতে ক্যাজয়্যালিটি বিভাগের উদ্বোধন করা হয়েছে। পূর্বের তুলনা এখন থেকে আরও বেশী সেবা পাবেন হাসপাতালে আশা রোগীরা।

Manual4 Ad Code

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডি.এ হাসান চৌধুরী, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইশতিয়াক উল ফাত্তাহ, হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপদ রায়, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শংকর কুমার রায়, সহকারী অধ্যাপক ডা. মিফতা উদ্দিন চৌধুরী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, এসএসও ডা. স্বাধীন কুমার দাস, আবাসিক সার্জন (নিউরোসার্জারী) ডা. আসাদুজ্জামান জুয়েল, আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ডা. শ্যামল চন্দ্র বর্মণ, আবাসিক সার্জন (আই) ডা. শাহরিয়ার আহমদ খলিল চৌধুরী, আরপি (মেডিসিন ডা. আবু নঈম মোহাম্মদ, আবাসিক সার্জন (ইএনটি) ডা. কৃষ্ণ ক্রান্ত ভৌমিক, সেবা তত্ত¡াবধায়ক শিউলী আক্তার, উপ সেবা তত্ত¡াবধায়ক ইলা দেব, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, নার্সিং সুপাইভাইজার পরিমল বণিক, বিএনএ ওসমানী মেডিকেলের সভাপতি শামীমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, ৩য় শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল খয়ের চৌধুরী, ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

উদ্বোধনকালে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, এতোদিন ওসমানী হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগ বন্ধ ছিল। হাসপাতালের পরিচালক বিগ্রে. জেনারেল ডা. এ কে মাহবুবুল হকের একান্ত প্রচেষ্টায় এ বিভাগ চালু করা হয়েছে। তার কার্যক্রমে হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পেয়েছে বলেও উলে­খ করেন তারা।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..