সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এক পুলিশ কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ হামলার ঘটনায় আহত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের উপ পরিদর্শক সুদিপ দাস বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত উপ পরিদর্শক সুদিপ দাস জানান- মঙ্গলবার রাতে অফিস থেকে মোটরসাইকেলযোগে পাঠানটুলা যাওয়ার পথে সুবিদবাজার বনকলা পাড়া থেকে আসা একটি প্রাডো জীপ (ঢাকা মেট্রো ঘ ১১-৪১২৮) তাকে ধাক্কা দেয়। এসময় -গাড়িতে থাকা দুজন তাকে গালাগালি করে এবং পুলিশ পরিচয় দেওয়ার পরও তার সাথে উত্যক্ত বাক্য বিনিময় করে। পরে তিনি মোটরসাইকেল নিয়ে এগিয়ে যান। কিছুদুর যাওয়ার পর আবারো পেছন থেকে দ্রুত গতীতে তাকে ওভারটেক করে এবং মোটরসাইকেল থেকে নামতে বাধ্য করে। মোটরসাইকেল থেকে নামামাত্রই গাড়িতে থাকা দুজন তাকে মারধর শুরু করে। এসময় এসআই সুদিপের পরিহিত হেলমেট খুলে তারা তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। একপর্যায়ে তাদের একজন পকেট থেকে চাকু বের করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে থামান।
পরে, এসআই সুদিপ পিবিআই’র উধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে তিনি সেখানে ৩য় তলার ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যপারে তার কর্মস্থলের সিদ্ধান্তক্রমে আইনী ব্যবস্থায় যাওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সুদিপ দাস।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd