অভিযানে নেতৃত্ব দেন মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এর সহকারী কমিশনার জুবের আহমদ পিপিএম।
জানা যায়, নগরীর লালবাজারের আজদ হোটেল ও হোটেল এলাহীতে অভিযানে যায় ডিবি পুলিশ।
এ সময় লালবাজারস্থ আজদ হোটেল থেকে বিয়ানীবাজারের মৃত ছিদ্দিক মিয়ার পুত্র রাজু আহমদ (২৮), জৈন্তাপুরের মনির হোসেনের পুত্র আব্দুল মালিক (২২), দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের সেলিম মিয়ার পুত্র হাবিবুর রহমান (২৯), জগন্নাথপুরের খাসারখাল গ্রামের মৃত মছরুব উল্লাহ’র পুত্র মোঃ আবুল কালাম (৪০), জিলু মিয়া’র পুত্র রেজা আহমদ (৩০), সোহাগ মিয়া’র পুত্র মোঃ দিলাল হোসেন (২৭)।
কানাইঘাট উপজেলার চরকবাজার গ্রামের আলতাফ মিয়া’র মেয়ে সোমা আক্তার (২০), লক্ষীপুর জেলার মিঠাদিলের মিলন গাজী’র স্ত্রী মোছা: ইভা আক্তার (২২), ছাতকের সুতারখালি’র সুমন মিয়া’র স্ত্রী শারমিন আক্তার (২৬), মৌলভীবাজারের কুলাউড়ার কাউকাপনের আব্দুল বাছিতের স্ত্রী আয়েশা সিদ্দিকা (২৩), বরিশাল জেলার বানারিপাড়া বাইশসিড়ি গ্রামের মনোয়ারের স্ত্রী রোকেয়া (৩৮) আটক করা হয়।