সিলেট ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। আগামী ৩ নভেম্বর এই টেস্ট ম্যাচটি মাঠে গড়ানোর কথা। তবে সে ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
রবিবার থেকে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। দিনভর গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে। বাংলাদেশ দল মাঠে গেলেও বৃষ্টির কারণে ইনডোরে অনুশীলন করেছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর ফলে সিলেটের অভিষেক ওই টেস্ট ম্যাচটি নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। যদি টানা বৃষ্টি থাকে, তবে ঠিক সময়ে ম্যাচটি মাঠে না গড়ানোর সম্ভাবনাই বেশি।
তবে সংশ্লিষ্টরা আশাবাদী, বৃষ্টি দু-একদিনের মধ্যে থেমে যাবে। এরপর রোদ ওঠলে স্টেডিয়ামের ভেজা আউটফিল্ড দ্রুত শুকিয়ে যাবে। তখন আর ম্যাচ মাঠে গড়াতে সমস্যা হবে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd