সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক: চালকের অদক্ষতা আর যান্ত্রিক ত্রুটির কারনে শনিবার দুপুর ১২টায় মোগলাবাজারে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় অটোরিক্সা সিএনজি। সিএনজি চালকের অদক্ষতা, অবহেলায় এ দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনায় ড্রাইভার সহ সিএনজির ৫জন যাত্রী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
জানা যায়, সিলেটগামী একটি সিএনজি (যার নং- সিলেট থ ১২-০৫৩৭) দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন তিমুকা নামক স্থানে আসা মাত্র সামনে চাকা সিএনজি থেকে খুলে যায়। এসময় সিএনজি উল্টে গিয়ে ৪জন যাত্রী গুরুতর আহত হন। সিএনজিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামনের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলামও ছিলেন। তার মাথায় প্রচন্ড আঘাত, হাটু, বুকেও আঘাত রয়েছে। দুর্ঘটনার পর আশপাশের লোকজন এসে ড্রাইভার সহ আহত ৪ যাত্রীকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা গ্রহনের আজ বদরুল ইসলাম তার বাসভবনে গেছেন। বাকী ৪ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে মোগলাবাজার থানাকে অবহিত করা হয়েছে বলে জানান থানার ওসি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd