সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১০টায় উপজেলার পৌর এলাকার ছিটাফুলবাড়ী (উত্তরবাজার) থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই মামুনুর রশিদ একদল পুলিশ নিয়ে পৌর এলাকার ছিটা ফুলবাড়িতে ( গোলাপগঞ্জ উত্তর বাজার) অভিযান চালায়।
এসময় ১৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গোলাপগঞ্জ পৌরসভার সরস্বতি গ্রামের মাদক মলিক ওরফে মল্লিক মিয়ার ছেলে লিমন আহমদ (২২) ও একই গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে আবুল আসান উরফে হাসান আহমদ (২২) এবং পৌরসভার দাঁড়িপাতন এলাকার মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুল হালিম (২৩)। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। গতকাল সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd