সিলেট ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৮
Sharing is caring!
রূদ্র বিজয় :: যারা নিয়মিত বা অনিয়মিতভাবে দেশের হাইওয়েগুলোতে চলা ফেরা করেন বা দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যান, তাদের কাছে এনা পরিবহন নামটি মোটেই অপরিচিত নয়। বেপরোয়া ড্রাইভিং, খারাপ রাস্তাতেও উচ্চগতিতে গাড়ি চালানো, অন্য গাড়িকে দারুণ বিপজ্জনকভাবে ওভারটেক করা, ইত্যাদি সব রকম দোষই রয়েছে তাদের। এছাড়াও দেশজুড়ে বিভিন্ন রুটে সড়ক দুর্ঘটনার বিভিন্ন ঘটনার সাথেও এনা পরিবহন এর রয়েছে সম্পৃক্ততা।
এনা পরিবহন এখন মানুষের জীবন নিয়ে খেলা করছে। সিলেটের ওসমানীনগরে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও আটজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিহতদের পরিচয় জানাতে পারেননি।
ওসি মামুন বলেন, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।
দুর্ঘটনার পর পরই বাস চালক পালিয়ে যায় বলে জানিয়ে তিনি বলেন, এনা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন যাত্রীরা ।
এনা পরিবহনের বেপরোয়া চলাফেরা নিয়ে যাত্রী-সমাজে কথা হয়েছে অনেক দিন কিন্তু কোন লাভ হয়নি। তাদের কর্মকাণ্ডের জবাবদিহির জন্য কথা হয়েছে অনেক। তবে এতদিন এতে খুব একটা কাজ হয়নি। যার ফলে একের পর এক বাড়ছে মৃত্যুর সংখ্যা।
এনা পরিবহনের বেপরোয়া দুর্ঘটনার হাত রক্ষা পেতে বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন সিলেটবাসী।
………………………..
Design and developed by best-bd