বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে নতুন ভবন। গত সপ্তাহে এসব ভবন নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়েছে। উক্ত ১২টি বিদ্যালয়ের মধ্যে ৯টি বিদ্যালয়ে নতুন ভবন ও ৩টি বিদ্যালয়ে উর্ধমুখী (২য় তলার) ভবন নির্মাণ করা হবে। ইতিমধ্যে দুটি বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার কোনারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদলপুর তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুরান রাজাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমেমর্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ দেওকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাজাঞ্চীগাঁও এস এ খান কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে এবং উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতশান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লামাকাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উর্ধমুখী (দ্বিতীয় তলা) ভবন নির্মাণ করা হবে। প্রত্যেকটি নতুন ভবন নির্মাণে ৮৭ থেকে ৮৮ লাখ টাকা ব্যয় হবে এবং প্রত্যেকটি উর্ধমুখী ভবন নির্মাণে ৫৫ থেকে ৬০ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া উপজেলার আরো ২২ টি প্রাথমিক বিদ্যালয় ভবন মেরামত সহ আধুনিকায়নের জন্য অনুমোদন হয়েছে। অচিরেই দরপত্র আহবান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
Sharing is caring!