সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির টকশো’তে নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মঈনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন নারী সাংবাদিকরা। শুধু তাই নয়, এই আচরণের জন্য তাকে শাস্তিও পেতে হবে বলে জানান তারা।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি করেছেন নারী সাংবাদিকরা।
প্রতিবাদ সভায় সারাবাংলা ডটনেট, দৈনিক সারাবাংলা ও জিটিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ব্যারিস্টার মঈনুল কেবল একজন নারীকেই অপমান করেনি, তিনি সমস্ত মানুষকে অপমান করেছেন। এজন্য তাকে শুধুমাত্র ক্ষমা চাইলেই হবে না, এর বাইরে তাকে আরও শাস্তি পেতে হবে। ব্যারিস্টার মঈনুলকে ‘গণশত্রু’ উল্লেখ করে সব ধরনের টকশোতে তাকে আমন্ত্রণ না জানানোর আহ্বান জানান তিনি।
মঈনুল হোসেনের এ মন্তব্য প্রসঙ্গে নারী সাংবাদিকরা বিবৃতিতে বলেছেন, ‘আমরা মনে করি, তার এই বক্তব্য নারীর জন্য অবমাননাকর, আপত্তিকর, চরম অসহনশীলতার পরিচায়ক। ব্যারিস্টার মইনুল হোসেনের মতো যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন, তাদের কাছ থেকে এ ধরনের শব্দচয়ন উদ্বেগজনক বলে আমরা মনে করি এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd