সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার রাত ১টায় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই এর সামনে ফলাফল টানিয়ে দেওয়া হয়েছে।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জহীর উদ্দিন আহমেদ বলেন, এসএমএসের মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।
এজন্য SUST স্পেস দিয়ে STATUS লিখে ১৬২৪২ নম্বরে প্রেরণ করলে জানা যাবে বলে জানান অধ্যাপক জহীর উদ্দিন।
গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়সহ নগরীর মোট ৫৩টি কেন্দ্রে ৭৬১৮০ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেখানে কোটার ১০০ আসনসহ ভর্তি করবে মোট ১৭০৩ জন শিক্ষার্থী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd