সিলেট ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকের পিতা সৈয়দ আহমেদ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার ভোর ৪টা ৩০মিনিটের সময় ফেনীর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন (ইন্নাল্লিলাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানাদি, নাতি-নাতনী, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ফেনীর সোনাগাজী উপজেলার বাখরিয়া গ্রামে মরহুমের জানাযা শেষে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এদিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হকের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কমলগঞ্জ রিপোটার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd