সিলেট ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক: দুটি কিডনী বিকল হয়ে যাওয়া সিলেট সরকারি মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী সুমানার চিকিৎসা সহায়তায় আগামী রোববার নগরীতে একটি সাইকেল র্যালি বের করা হবে। সিলেট সাইক্লিং ক্লাবের সহযোগিতায় বের করা হবে এ র্যালি।
বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সুমানার চিকিৎসা তহবিলের আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মিজান আজিজ চৌধুরী সুইট। তিনি জানান, সুমানার কিডনী ট্রান্সপ্ল্যান্ট করতে হলে সবমিলিয়ে ৩০ লক্ষ টাকার প্রয়োজন। এরই মধ্যে প্রায় ১২ লক্ষ টাকা সংগৃহীত হয়েছে। বাকি টাকা সংগ্রহে তিনি সিলেটের মানুষের সহযোগিতা চান। এ প্রসঙ্গে তিনি বলেন, সুমানার মতো মেধাবী ছাত্রী যেন টাকার অভাবে মারা না যায়-এজন্য আমরা সিলেটের বিত্তবান মানুষের সহযোগিতা চাই। তিনি বলেন, যে কেউ ইচ্ছা করলে সুমানার চিকিৎসা তহবিলে সহযোগিতা করতে পারেন।
তিনি বলেন, সুমানার চিকিৎসার জন্য যুক্তরাজ্যভিত্তিক চ্যানেল এস-এ ফান্ড রাইজিং-এর পদক্ষেপ নেয়া হয়েছে। যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমদ ওবিই এবং চ্যানেল এস-এর এমডি তাজ চৌধুরী এক্ষেত্রে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। সুমানার চিকিৎসায় দেশের এবং প্রবাসের যেসব ব্যক্তিবর্গ সহযোগিতার হাত প্রসারিত করেছেন-তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে চিকিৎসা তহবিলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, সমাজ সেবক মো. সদর উদ্দিন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক’র চীফ রিপের্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, মো. আলাউদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেট সরকারি মহিলা কলেজের মাস্টার্সের(বাংলা) ছাত্রী চব্বিশ বছরের মেয়ে সুমানার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এখন তাকে সপ্তাহে দুদিন ডায়ালাইসিস দিতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, কিডনী প্রতিস্থাপন ছাড়া মেয়েটিকে বাঁচিয়ে রাখার আর কোনো পথ নেই। যত তাড়াতাড়ি সম্ভব সেটি করতে হবে। এর জন্য প্রয়োজন হবে অন্তত ত্রিশ লক্ষ টাকা। কিন্তু চিকিৎসার ব্যয়ভার মেটানোর ক্ষমতা পরিবারটির নেই। তাই, মেয়েটি এখন শয্যাশায়ী। শারীরিক যন্ত্রণা, নিজের অবস্থা, পরিবারিক অস্বচ্ছলতা-সব মিলিয়ে নানা দু:শ্চিন্তায় তার চলাফেরা প্রায় বন্ধ। সারাদিন বিছানার মধ্যেই বন্দী তার স্বপ্ন। নগরীর ১২ নম্বর ওয়ার্ডের কুয়ারপাড় ঈঙ্গুলাল রোডের বাসিন্দা এখলাছুর রহমানের মেয়ে সুমনা আক্তার। নিতান্ত গরিব পরিবারের এই মেয়েটির বর্তমানে প্রতি মাসে ডায়ালাইসিস ও ওষুধ বাবদ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে। বর্তমানে ওষুধের টাকা যোগাড় করছেন স্বজনরা, প্রতিবেশীরা, হৃদয়বানরা। জীবনের এই দু:সময়ে সুমনার পাশে দাঁড়িয়েছেন অনেক হৃদয়বান মানুস। তারা অসহায় মেয়েটির চিকিৎসায় সর্বোচ্চ চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। মেয়েটিকে বাঁচাতে সাহায্য করুন-সুমনা আক্তার, হিসাব নম্বর ০০১২৭০০০০০১০৯, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, লালদিঘীরপার শাখা, সিলেট। এছাড়া কেউ চাইলে সরাসরি সাহায্য করতে পারবে বিকাশ (০১৭১২-০৭৯৫৬৮) নম্বরে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd