জৈন্তাপুরে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮

জৈন্তাপুরে জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি : সারাদেশের ন্যায় ৪র্থ বারের মত সিলেটের জৈন্তাপুরে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে দেশব্যাপী আয়োজিত এই উন্নয়ন মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মেলায় উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারি মিলে মোট ৫২টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের নানা উন্নয়ন মূলক তথ্য চিত্র প্রদর্শন করে সরকারের উন্নয়ন কার্যক্রম জনসাধারণকে অবহিত করছে।

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌরীন করিম উন্নয়ন মেলা-২০১৮ অংশগ্রহণকারী ষ্টল সমূহ পরিদর্শন করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মো. মইনুল জাকির, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, জাতীয় শ্রমিকলীগ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ফারুক আহমদ, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল কাদির, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। এসময় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রধানগন, রাজনৈতিক ও সামাজিক সংঘটনের প্রধানগন উপস্থিত ছিলেন।

মেলার প্রথম দিনের আগত দর্শনার্থীদের নজর কাড়ে উন্নয়ন মেলায় অংশ গ্রহণকারী ৫২টি প্রতিষ্ঠানের মধ্যে উপজেলা ভূমি অফিস। মেলায় অংশগ্রহন ও সেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিস মেলা প্রাঙ্গণে ভূমি উন্নয়ন কর আদায়, জমি নামজারি, ভূমি সংক্রান্ত নানা প্রকার সেবা দিয়ে যাচ্ছে।

এ বিষয়ে মেলা প্রাঙ্গণে ভূমি কর দিতে আসা আব্দুল কুদুছ জানান- দীর্ঘদিন ইউনিয়ন ভূমি অফিসে ভূমিকর দিতে গিয়ে দিনের পর দিন ঘুরতে হয়েছে। আজ উন্নয়ন মেলা আয়োজনের কারণে খুব সহজে ঝামেলা মুক্ত ভাবে মেলা প্রাঙ্গণে উন্নয়ন কর পরিশোধ করতে পেরে আমি আনন্দিত।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..