সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও এদিন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আগামী ১৮ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।
একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়ে সালমান শাহ যখন জনপ্রিয়তার শীর্ষে, তখনই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পতন ঘটে এই নক্ষত্রের। রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে বাংলা সিনেমার স্টাইল আইকন সালমান শাহর (চৌধুরী মো. শাহরিয়ার ইমন) লাশ উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই অপমৃত্যুর মামলা করেন তার বাবা কমরউদ্দিন, যা পরবর্তী সময়ে রূপান্তরিত হয় হত্যা মামলায়। মামলার চূড়ান্ত প্রতিবেদনে আসে— আত্মহত্যা করেছেন সালমান শাহ। এ নিয়ে রিভিশন দায়ের করে সালমানের পরিবার। সালমানের বাবার মৃত্যুর পর মা নীলা চৌধুরী বাদী হিসেবে আসেন। তিনি আগের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। নীলা চৌধুরী ছেলে সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাইসহ ১১ জনকে তার ছেলের মৃত্যুর জন্য দায়ী করেন।
তারপর বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকার পর ২০১৬ সালের ৬ ডিসেম্বরে আদালত পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দেন আদালত। এর আগে র্যাবকে দিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হলেও দায়রা জজ আদালতে তা আটকে যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd