সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৮
এ ঘটনায় অভিযুক্ত মির্জাপুর গ্রামের লাল মিয়ার পুত্র নূর হেসেন (২০) কে স্থানীয়রা আটক করলেও এক শ্রেণির মধ্যস্থতাকারী লোকজনের সহায়তায় সে ছাড়া পায়। গত ১৪ আগষ্ট রাতে ঘটনার পর থেকেই একটি মহল বিষয়টি ধামা-চাপা দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বুড়াইরগাও গ্রামের এ মেয়েটি এসপিপিএস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলো। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তায় তাকে প্রায়ই উত্যক্ত করতো নূর হোসেন। তার উৎপাতের কারণে মেয়েটির লেখা পড়া বন্ধ করে দেয়া হলেও সে মোবাইল ফোনে উত্যক্ত করতো মেয়েটিকে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে নূর হোসেন মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তুলে। ১৪ আগষ্ট রাতে অবৈধ কাজে ছেলে – মেয়েকে আটক করে স্থানীয়রা। পরে বিয়ের রফা-দফায় স্থানীয় কিছু লোকের সহায়তায় ছাড়া পায় নূর হোসেন।
এ ঘটনায় পরবর্তীতে কোন শালিস বৈঠক না বসলে ঐ ষোড়শীর মা বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগের প্রেক্ষিতে শনিবার ছাতক থানার এসআই অরুন দাস ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সরজমিন তদন্ত করেছেন বলে থানা সুত্রে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd