সিলেট ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা একটি প্রাইভেট কার হঠাৎসৃষ্ট আগুনে পুড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১১ আগস্ট) সকালে শহরের কুসুমবাগ এলাকায় মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশনে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে শহরের মেসার্স সাজ্জাদুর রহমান ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ-১২-৬৮০৭) হঠাৎ আগুন লেগে যায়। তখন পাম্পের লোকবল সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে ধাক্কা দিয়ে সামনের রাস্তায় নিয়ে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান শাহিন আহমদ আগুন লাগার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গাড়ীর অভ্যন্তরীণ বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd