ভিপি মাহবুবকে গ্রেফতারে যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

সিলেট :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) কে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে যুক্তরাজ্য আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক বাবর চৌধুরী ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য সচিব আজিম উদ্দিন এক বিবৃতিতে বলেন- গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেয়ায় অবৈধ ফ্যাসিষ্ট সরকার গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রেখেছে। দেশের মানুষ যখন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ঐক্যবদ্ধ। ঠিক সেই মুহুর্তে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের অন্যায়ভাবে হামলা-মামলা দিয়ে গ্রেফতার নির্যাতন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটের কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নির্যাতন চালিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে ছাত্রদল নেতা ভিপি মাহবুব সহ ষড়যন্ত্রমুলক মামলায় কারান্তরীন সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..