সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : স্ত্রীকে দেশে রেখে ১৮ মাস ধরে সুদূর প্রবাসে অবস্থান করছে স্বামী। এরমধ্যে ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে স্ত্রী। স্বামীর সান্নিদ্য ছাড়াই স্ত্রী গর্ভবতী হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সুত্র জানায়, পাঁচ বছর আগে উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর লাটিমী গ্রামের মরহুম আবদুল মালেকের ছেলে কবির আহমদের সাথে ইসলামিয়া শরিয়া মোতাবেক ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে আকিজা আক্তার সাথীর বিয়ে হয়। এরপর ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর কবির আহমেদ উপার্জনের করতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরব পাড়ি জমায়।
কিছুদিন পর তার স্ত্রী সাথী বাবার বাড়ি বেড়াতে যায়। এরপর সে পাশ্ববর্তী বাড়ির সরকারি চাকুরিজীবি বাবলু নামের এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে অবাধ মেলামেশায় লিপ্ত হয়। তাদের এহেন কর্মকান্ড হাতেনাতে ধরা পড়ার পর সামাজিকভাবে বিষয়টি মীমাংসা হলে স্বমী কবির তা মেনে নেয়। কিন্তু ১৮ মাস পর চলতি বছরের গত ৩০ মার্চ কবির আহমেদ দেশে ফিরে আসে।
এর একদিন পর সাথী বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি লাটিমীতে আসে। কয়েকদিন পর কবির আহমেদ স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। পরীা-নিরীার এক পর্যায়ে জানা যায় ‘সাথী ৮ মাসের অন্তঃসত্তা’। এতে হতবাক হয়ে কবির আহমেদ স্ত্রী সাথিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। পরবর্তীতে অভিভাবকদের মাধ্যমে সাথির অভিভাবকদের জানানো হলেও দুই সপ্তাহে তারা আসছে না। এ নিয়ে উৎকন্ঠায় রয়েছে কবির।
তবে সাথি আজ শুক্রবার (২৭ এপ্রিল) সরেজমিন পরিদর্শনে যাওয়া সাংবাদিকদের জানায়, বিয়ের আগে থেকেই বাড়ির পাশের বাবলুর সাথে আমার সম্পর্ক ছিল। কিডনীতে সমস্যা হওয়ায় মাঝে মাঝে শরীর ফুলে যেতো। অন্তঃসত্তা হওয়ার বিষয়টি আমি টের পাইনি।
এ ব্যাপারে আলকরা ইউপি মেম্বার নাছির উদ্দিন সময়ের কন্ঠস্বরকে জানান, ঘটনাটি সঠিক। মেয়েটির পিতা-মাতা ও স্বজনদের আসতে খবর পাঠিয়েছি। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হবে। তিনি আরো জানান, পরকীয়া বর্তমান সমাজের একটি দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। এ ব্যাপারে সামাজিক সচেতনতা বাড়াতে না পারলে এটি ভয়াবহ সংক্রমন সৃষ্টি করবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd